দলের

বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

যাত্রার নামে শ্রীবরদীতে চলছে উলঙ্গ নারী দেহপ্রদর্শনী ও জুয়া


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
শ্রীবরদীতে যাত্রার নামে চলছে উলঙ্গ নারী দেহ প্রদর্শনী ও জুয়া। এতে ধ্বংস হচ্ছে যুবসমাজ। উঠতি বয়সী ও আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে অভিভাবকরা । পুলিশ পাহারায় উলঙ্গ নারী দেহ প্রদর্শনী ও জুয়া খেলায় সর্বশান্ত হচ্ছে সাধারণ জনগন। এলাকায় বেড়েছে ছিচকে চুরি ও অসামাজিক কার্যকলাপ।

জানা গেছে, শেরপুরের শ্রীবরদীর দাসপাড়ায় গত ১৬ জানুয়ারী থেকে মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শুরু হয়েছে যাত্রার নামে নগ্ন নারী দেহ প্রদর্শনী ও জুয়ার আসর। গ্রীন রুমে চলছে নারীদেহ ব্যবসা। প্রতিদিন নারীদের নগ্ন দেহ প্রদর্শনীতে হুমড়ি খেয়ে পড়ছে স্কুল কলেজের কোমলমতি শিক্ষাথীরা সহ সব বয়সীরা। সন্ধার পর থেকে লাকি কুপন, ওয়ান এইট সহ বিভিন্ন নাম ব্যবহার করে চলছে জুয়ার আসর। পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় উলঙ্গ নারীনৃত্য ও জুয়ায় সর্বশান্ত হচ্ছে এলাকাবাসী। সার্বক্ষনিক উচ্চস্বরে মাইক ও বাদ্যযন্ত্রের শব্দে বিঘিœত হচ্ছে আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতি। বেড়েছে অসামাজিক কার্যকলাপ । এলাকায় ঘটছে ছিচকে চুরি। উঠতি বয়সীদের নিয়ে আতঙ্কে রয়েছে অভিভাবকরা। এ ব্যাপারে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রাম বাংলার সামাজিক যাত্রা প্রদর্শনীর জন্য অনুমোদন দেয়া হয়েছে। এর বাইরে কিছু হলে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জুয়া খেলার কথা জানেনা বলে জানান।

2 মন্তব্য(গুলি):

  • বন্ধুঘর says:
    ২৬ জানুয়ারী, ২০১২ এ ৩:১২ PM

    খুবই খ্রাপ লাগল নিউজটি দেখে, এভাবে সমাজের অসত লোকগুলো ভালো মানুষদের আর কত নষ্ট করবে... তার চেয়ে বড় দুখের বিষয় রাষ্ট প্রসাশন এসব বিষয়ে চিন্তিত নয়...

  • Billal-Liberia says:
    ২৬ জানুয়ারী, ২০১২ এ ৬:১৪ PM

    I am confused one place that dance (which is unaccepted by society) and other illegal activities are ongoing by police escort but police authority doesn’t know. How? Cultural program should going on according to Government permission, rules and regulation. Civilized world could not recognize the unlawful events. It should be stopped immediately.

একটি মন্তব্য পোস্ট করুন