দলের

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Sreebordi Correspondent-10-04-2014
মোঃ ফেরদৌস আলী, শ্রীবরদী
 শ্রীবরদী পৌর সভার পশ্চিম তাতিহাটি গ্রামের আব্দুল হাকিমের শিশু কন্যা সাকিনা খাতুন (১১) ১০এপ্রিল বিকালে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানাগেছে, তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী সাকিনা খাতুন বাড়ির পার্শ্বে পুকুর থেকে কাঁদামাটি আনতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে মারা যায়। পরে বিষয়টি জানাজানি হলে সাকিনা আত্মীয় স্বজন পানি থেকে লাশ উদ্ধার করে বাড়িতে আনলে মুহুর্তেই তার বাবা মা’র কান্নার আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।

Read more »

শ্রীবরদী বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা

শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জ অফিসারসহ বন কর্মকর্তাদের বিরুদ্ধে উপকারভোগীদের বাদ দেওয়ার অভিযোগে যুগ্ম জেলা জজ প্রথম আদালতে একটি মামলা দায়ের হয়েছে। বন মন্ত্রনালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা, ইউএনও এবং রেঞ্জ কর্মকর্তাসহ ৩২জনকে বিবাদী করে এ মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বালিজুরি সদর বিটের ২০০১ সনের সৃজিত ১২৭.৫৩ হেক্টর জমিতে উডলট বাগান করা হয়। এতে উপকারভোগী নিয়োগ করা হয়েছিল ১২৮ জনকে। ওই বাগান উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে প্রাপ্ত সুবিধার চেক । এ তালিকা থেকে ২৩ জনকে বাদ দেওয়ার অভিযোগ ওঠেছে। এমনকি তাদের পরিবর্তে কর্তৃপক্ষ নতুন করে ২৩ জনকে উপকারভোগী বানিয়ে সুবিধা প্রদানের প্রতিবেদন দাখিল করেছেন বালিজুরি রেঞ্জ অফিসার মাহবুব আলম।
এসব দুর্নীতির প্রতিবাদে আগের তালিকাভুক্ত উপকারভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনের কাছে অভিযোগ করেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তাসহ তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। অবশেষে ওই তদন্ত টিমের প্রতিবেদন উপেক্ষা কওে আগের ২৩ জন উপকারভোগীকে বাদ দেওয়া হয়েছে। বহাল রাখা হয় নতুন তালিকাভুক্তদেও । তাদের নামে চেক বিতরণের তালিকা প্রদান করেন রেঞ্জ অফিসার মাহবুব আলম।
এরই প্রতিবাদে আগের উপকারভোগীরা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলার আসামী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মাহবুব আলমসহ ৩২জন।
অভিযোগে প্রকাশ, নতন উপকারভোগীদের মধ্যে মৃত ব্যাক্তি, এলাকায় নেই এমন ব্যাক্তি ও নাবালকসহ নামে বেনামে সদস্য করে চেক প্রদানের প্রতিবেদন দাখিল করা হয়েছে।পুর্বের উপকারভোগীদের মধ্যে ইউসুব আলী বলেন, আমরা ২০০১ সালে এ বাগানে এসে চারা রোপন করি। বাগান পাহারা দিয়েছি। ১০ বছর পর নতুন করে কিভাবে উপকারভোগীর তালিকা করা হয়। এর বিচারের জন্য আমরা মামলা দায়ের করেছি।

Read more »

বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

শ্রীবরদীতে গাছের সাথে শত্রুতা

মোঃ ফেরদৌস আলী, শ্রীবরদী প্রতিনিধি:

শ্রীবরদীতে জমি সংক্রান্ত ঘটনায় দুই শতাধিক বনজ গাছ কেটে ফেলেছে ভুমি দস্যুরা। এ ঘটনায় বাধা দিতে হিয়ে গুরুত্বর আহত হয়েছে ৩ জন। এ নিয়ে মোঃ আঃ হালিম শ্রীবরদী থানায় একটি মামলা করেছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌর এলাকার পোড়াগড় গ্রামের হযরত আলী আনুমানিক ২৫ বছর পূর্বে মিয়ার উদ্দিনের কাছে ২১ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। বর্তমানে ঐ জমিতে ফলজ ও বনজ গাছের বাগান রয়েছে। কিন্তু কিছুদিন থেকে জালকাটা গ্রামের ভূমি দস্যু সুন্দর আলী গং ওই জমি জবরদখল করার চেষ্টা করে আসছে। ঘটনার দিন গত শুক্রবার বিকালে মোঃ সুন্দর আলীর নেতৃত্বে ১০/১২ জন প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওক্ত জমিতে থাকা ২ শতাধিক গাছ কেটে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ভূমি দস্যুদের অস্ত্রের আঘাতে হাবিবুর রহমান গুরুত্বর আহত হয়েছে। এ সময় দুর্বৃত্তরা ময়না বেগম ও নূর ভানু নামে ২ মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করে। এ নিয়ে মোঃ হালিম বাদি হয়ে আদালতে জালকাটা গ্রামের সুন্দর আলী (৪০), উকিল মিয়া (৩০), বদি মিয়া(২৫), জবেদ আলী(৫৫), সুন্দর আলী (৩৫), আঃ বারিক (২৫), সদাগর (৩০) ও আলমগীর (২০) নামে একটি মামলা দায়ের করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Read more »

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪

শ্রীবরদীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ প্রকল্পের দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত


মোঃ ফেরদৌস আলী:
জেলা শেরপুর তথ্য অফিসের আয়োজনে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) প্রকল্পের অধীনে শ্রীবরদীতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপী এক ওরিয়েন্টশন কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুম ‘সোমেশ্বরী’তে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় ওরিয়েন্টশন কর্মশালার উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ দে, উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন, জেলা তথ্য অফিসার আল ফয়সাল প্রমুখ। কর্মশালায় উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করে। কর্মশালাটি পরিচালনা করেন সহকারী তথ্য অফিসার জালাল উদ্দিন।

Read more »

সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত


রোম্মান আরা পারভীন:
শেরপুর- ঢাকা মহাসড়কের ভাতশালা নামক স্থানে সকাল ১০টার দিকে একটি সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় স্থানীয় এলিট কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী হৃদয় নিহত হয়েছে। 
নিহত হৃদয়ের পিতার নাম মনর উদ্দিন।
শেরপুর-শ্রীবরদী সড়কের শেরপুর পৌরসভার নৌহাটা এলাকায় সোমবার সকাল ৯টার দিকে বাসের চাকায় পিস্ট হয়ে আবুল কাশেম(৬০) নামে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নৌহাট এলাকার আশকর ্আলীর ছেলে কাশেম বাজার করে বাড়ি ফেরার পথে শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
পুলিশ জানায়, শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ফুটপাতে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Read more »

গজনী অবকাশে “চুকু লুপি চিলড্রেন‘স পার্ক” উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
৭এপ্রিল সোমবার শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে শিশুদের জন্য ‘চুকি লুকি চিলড্রেন‘স পার্ক’ উদ্ভোধন করা হয়েছে। ব্যক্তি উদ্যোগে নির্মিত পার্কটির উদ্ভোধন করেন শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, ভি- সাইন গ্রুপের চেয়ারম্যান আমজাদ হোসেন ফনিক্স, শেরপুর জেলা চেম্বারের সহ সভাপতি শ্রী প্রকাশ দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হিমু প্রমুখ।

Read more »

শ্রীবরদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত


রোম্মান আরা পারভীন:‘মশা মাছী দুরে রাখি, রোগ বালাই মুক্ত থাকি” এ স্লোগানকে সামনে রেখে শ্রীবরদীতে ৭ এপ্রিল সোমবার সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিত করে। পরে
  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ.এম কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীবরদী এডিপির স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার মি. জেমস উজ্জল সিকদার, স্বাস্থ্য প্রকল্প অফিসার লুসিয়া চিসাম প্রমুখ।

Read more »